খুলনা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় বিএনপির এক ওয়ার্ড সভাপতির বাড়ি থেকে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান গাজী ওরফে হবি মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের খবর টের পেয়ে হবি মেম্বার ও তার চার ছেলে—মুছাল, কাইয়ুম, শাহীন ও সাইফুল—ঘর ছেড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে যৌথবাহিনী হবি মেম্বারের বসতঘর থেকে একটি লাইসেন্সবিহীন উন্নতমানের অবৈধ এয়ারগান উদ্ধার করে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি বৈধ কোনো লাইসেন্সভুক্ত নয়।
স্থানীয়দের অভিযোগ, উদ্ধার হওয়া অস্ত্রটি ব্যবহার করে হবি মেম্বার ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে গত ৫ আগস্টের পর চাঁদখালী বাজার সংলগ্ন এলাকায় বিঘার পর বিঘা সরকারি খাস জমি অবৈধভাবে দখল নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে হবি মেম্বারের ছেলে আকরাম গাজী সরকারি ওয়াবদা ও খাস জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সময় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাতেনাতে আটক হন। ওই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া শনিবার সন্ধ্যায় সরকারি ওয়াবদার মাটি কাটার প্রতিবাদ করায় হবি মেম্বার ও তার চার ছেলে স্থানীয় মুরুব্বি শফিকুল গাজীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। একই ঘটনায় সবুজ সরদার নামের আরেকজন মুরুব্বিকে বাড়ি থেকে ধরে এনে তার সন্তানের সামনে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে। এ সময় রাজ্জাক গাজী নামের এক বৃদ্ধকে ধাওয়া করা হলে তিনি পালিয়ে প্রাণে রক্ষা পান, তবে পরে স্ট্রোক করলে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, একই ঘটনায় প্রতিবাদ করায় এলাকার কয়েকজন যুবককে প্রকাশ্যে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় চাঁদখালী বাজারে হবি মেম্বার ও তার চার ছেলে কয়েকজনকে মারধর করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।
আহতদের স্বজনরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে যৌথবাহিনী রাতেই অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করলেও অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ভয় ও উদ্বেগ আরও বেড়েছে।
স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা যায়।
অপরাধ
পাইকগাছায় বিএনপির ওয়ার্ড সভাপতির বাড়ি থেকে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র উদ্ধার, এলাকাজুড়ে আতঙ্ক
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৬১৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
3 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply