গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে বুধবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, আতোয়ার রহমান মন্ডল ও মতিয়ার ইউনিয়ন পরিষদের কাশিয়াবাড়ী মৌজার বিভিন্ন খতিয়ানভুক্ত জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এর ফলে নতুন ভবন নির্মাণ করা সম্ভব নয় এবং ঝুঁকি নিয়েই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বক্তারা আরও জানান, ২০২৪ সালে সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম উক্ত জমি দখলমুক্ত করার জন্য বাংলাদেশ সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেন। পরে জেলা প্রশাসক অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন, তবে আতোয়ার রহমান তা মেনে নেননি। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলেও আজও জমি দখলমুক্ত করা হয়নি।
এলাকার বাসিন্দা আলতাফ হোসেন বলেন, “দখলদারদের কাছ থেকে জমি মুক্ত না হলে এখানে নতুন ভবন নির্মাণ সম্ভব নয়। তাই সরকারের কাছে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন এবং তারা একসঙ্গে জমি দখলমুক্ত করার জন্য শক্তিশালী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
জাতীয়
পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩০০ বার
বিজ্ঞাপন

Leave a Reply