ঢাকা প্রতিনিধি:
দীর্ঘ দেড় যুগ পর স্বদেশ প্রত্যাবর্তনের পর আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। তার আগমনে হাজারো নেতাকর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। এমন ভিড়ের কারণে নয়াপল্টনস্থ কার্যালয়ের সামনের রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, যা পথচারীদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হয়। বিকেল ৪টা ৬ মিনিটে কার্যালয়ে প্রবেশ করলে বারান্দায় দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মাইক হাতে তিনি বলেন, “আজ কোনো অনুষ্ঠান নেই। তাই আমরা রাস্তাটা দ্রুত খুলে দেব যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। কর্মসূচি থাকলে অবশ্যই আপনাদের সামনে বক্তব্য রাখব।”
কার্যালয়ে উপস্থিত হয়ে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দেশ গড়ার বার্তা দেন। তিনি বলেন, “সকলকে দোয়া করতে হবে। যার পক্ষে যতটুকু সম্ভব, ছোট ছোট কাজের মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে। কোথাও রাস্তায় কাগজ বা ময়লা থাকলে, প্রয়োজন হলে তা সরিয়ে দেব। সবাই সাধ্যমতো দেশের জন্য চেষ্টা করবে।” এসময় তিনি নয়াপল্টনের মাটি ও দলীয় কর্মীদের অতীত সংগ্রামের স্মৃতি স্মরণ করেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে প্রাণ দিয়েছেন। এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কাজ করেন তারেক রহমান। নয়াপল্টনে তার উপস্থিতি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দের সঙ্গে আশা জাগিয়েছে। তিনি কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় দোয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বানও জানান।
জাতীয়
পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার আহ্বান দিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ফিরলেন তারেক রহমান
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৯৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply