হোম / জাতীয়
জাতীয়

নীলফামারীতে নদীর বালু চুরির দায়ে যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৬৫ বার
নীলফামারীতে নদীর বালু চুরির দায়ে যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
নীলফামারীতে নদীর বালু চুরির দায়ে যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে তাকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মাসুম ইসলাম (৪৫)। তিনি লক্ষীচাপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় যুবদলের সভাপতি বলে জানা গেছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের শিশাতলী বাজার সংলগ্ন দেওনাই নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদী থেকে অবৈধভাবে দুটি ট্রাক্টরে করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মাসুম ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার। অভিযানে বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ করে সদর উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুরো অভিযানে সহযোগিতা করে নীলফামারী সদর থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত মাসুম ইসলামকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রভাবশালীদের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

নীলফামারীতে নদীর বালু চুরির দায়ে যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
নীলফামারীতে নদীর বালু চুরির দায়ে যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!