খুলনা প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে খুলনায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর লবণচরা এলাকার আমতলার বালুর মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশু অংশ নেয়। শিশুদের আনন্দ, হাসি আর উচ্ছ্বাসে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
নিসচা খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার খুলনার জেলা সংবাদদাতা কামাল মোস্তফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সমাজসেবক মো. জাকির হোসেন জমাদ্দার, ‘সেরা রাঁধুনী ১৪২৭’ খ্যাত নাদিয়া নাতাশা এবং নারী উদ্যোক্তা মনিরা রত্না।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা খুলনা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
পিঠা উৎসবের এক পর্যায়ে লন্ডনে চিকিৎসাধীন নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই এমন আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিসচা এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।
খুলনা
নিসচার উদ্যোগে খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের পিঠা উৎসব
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
9 hours আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
9 hours আগে

Leave a Reply