হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯০ বার


ঢাকা প্রতিনিধিঃ
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মির্জা ফখরুল জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানানো হয়। তিনি বলেন, দলের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেছেন—তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। দলের চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালনে সফল হোক, সেই জন্য সবাই দোয়া করবেন।
সভার পাশাপাশি জানানো হয়, নির্বাচনের প্রেক্ষাপটে পূর্বনির্ধারিত উত্তরাঞ্চলের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে ১১ জানুয়ারি তারেক রহমান দেশের উত্তরাঞ্চল সফরে গিয়ে জাতীয় নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মরণে এবং ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হওয়ার কথা ছিল। ওই সফরের অংশ হিসেবে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাতের আয়োজনও ছিল।
তবে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফর ও সংশ্লিষ্ট সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!