হোম / জাতীয়
জাতীয়

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩১২৮ বার

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে ভারতের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতিতে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে ঢাকায় ভারতীয় মিশনের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে—এমন কিছু চরমপন্থী উপাদানের কার্যকলাপের দিকে বাংলাদেশের হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ভারত জানায়, কূটনৈতিক রীতি অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সব মিশন ও কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্রবাদের তৈরি ‘মিথ্যা কাহিনী’ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারত।

বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতকে সংশ্লিষ্ট কোনো প্রমাণও শেয়ার করা হয়নি—যা দুঃখজনক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই গড়ে উঠেছে। উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মাত্র দু’দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!