কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু ও মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নাগেশ্বরীসহ একাধিক স্পর্শকাতর পয়েন্টে ধারাবাহিকভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। পাশাপাশি চিনি, ফুচকা, কসমেটিকসসহ নানা ধরনের চোরাচালানি সামগ্রীও উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অপরাধ
নাগেশ্বরীর সীমান্তে ৭২ ঘণ্টার অভিযানে বিজিবির বড় সাফল্য: গবাদিপশু ও মাদকসহ চোরাচালানি জব্দ
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪২৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
51 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
56 minutes আগে

Leave a Reply