শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জাহানারা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারি) নাগেশ্বরী উপজেলার বলদিটারী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ও সমাজসেবক আজিজুল হক। প্রতিবছরের মতো এবারও শীতের তীব্রতা বিবেচনায় নিয়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাহানারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহানারা বেগম, তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
এলাকাবাসী জানান, সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য জাহানারা ফাউন্ডেশনের ধারাবাহিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। মানবিক এই উদ্যোগের জন্য তারা আজিজুল হক ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুড়িগ্রাম
নাগেশ্বরীতে শীতার্তদের পাশে জাহানারা ফাউন্ডেশন, শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১১৫ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply