নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ইটভাটাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করছিল তিনটি ভাটা। এ অপরাধে প্রত্যেক ভাটাকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। জরিমানা করা ভাটাগুলো হলো—মেসার্স এস আর বি ব্রিকস,মেসার্স এম বি বি ব্রিকস মেসার্স এম এইচ বি ব্রিকস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া জেলা পুলিশের সদস্য ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আইন অমান্যকারী ইটভাটা নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সারাদেশ
নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান৩ লাখ টাকা জরিমানা আদায়
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৫২ বার
বিজ্ঞাপন

Leave a Reply