নিজস্ব প্রতিবেদক:
যমুনা নদীর তীব্র ভাঙন থেকে পাটুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট ও আশপাশের জনপদ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। “নদীভাঙন ঠেকাও, পাটুরিয়া লঞ্চঘাট–ফেরিঘাট ও এলাকাবাসীকে বাঁচাও”—এই দাবিতে দাসকান্দি থেকে নয়াকান্দি পর্যন্ত দ্রুত নদীভাঙন প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পাটুরিয়া ঘাট এলাকা প্রদক্ষিণ করে আরসিএল চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান, প্রাক্তন ইউপি সদস্য নিহাজ উদ্দিন, সাত্তার মল্লিক, নিজাম তালুকদার, আতোয়ার রহমান, হক মাতাব্বর, নুরুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, মো. নুরুল ইসলাম তুষার, তাপস খান ও কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাজসেবক মোবারক হোসেন পান্নু খান তাঁর বক্তব্যে বলেন, গত বর্ষা মৌসুমে পাটুরিয়ার সবকটি ফেরিঘাটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা যমুনা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে। ভাঙন রোধে বাঁশ, কাঠ ও বালুভর্তি বস্তা ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও তা কার্যকর হয়নি। এতে বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
তিনি আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই নদীতীর সংরক্ষণে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ না করা হলে পাটুরিয়া এলাকায় পুনরায় ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা রয়েছে। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নদীতীর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তিনি।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
কুড়িগ্রাম
নদীভাঙন রোধের দাবিতে পাটুরিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭১ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
2 hours আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
2 hours আগে

Leave a Reply