নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রোমানা রিয়াজের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানকালে অধ্যক্ষ মাহবুবুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ-১ আসনের নির্বাচনী পরিচালক নওশাদ আলী, সাপাহার উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের (তরুণ), পোরশা উপজেলা জামায়াতের আমীর সাগর আলীসহ সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যক্ষ মাহবুবুল আলম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে বলে প্রত্যাশা জানান।
জাতীয়
নওগাঁ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭২৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
28 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
33 minutes আগে

Leave a Reply