হোম / অপরাধ
অপরাধ

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যসহ ৯ জন আটক

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪০ বার


নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে চক্রের দুই সক্রিয় সদস্যসহ মোট ৯ জনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউসে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে পরীক্ষার্থীরা হলেন— নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাঈদ (৩১), চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১), মহাদেবপুর উপজেলার জিওলী গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬), মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার কাওমি মাদ্রাসা পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে রেহান জান্নাত (৩১)।
এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্য হলেন— পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪৫), মহাদেবপুর উপজেলার জিওলী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আহসান হাবীব (৪০) এবং একই গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে ফারাজুল ইসলাম।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি ম্যানিব্যাগ ও নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!