মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে মানিকগঞ্জ জেলা শহরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীপু চন্দ্র দাসকে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করতে পরবর্তীতে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও বলা হয়, বর্তমানে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, সহিংসতা ও মব সন্ত্রাস উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত না হলে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
ঢাকা বিভাগ
দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও সমাবেশঃ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪১০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
1 hour আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
1 hour আগে

Leave a Reply