হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

দিঘলিয়ার সন্তান ‘খুলনার কিং’ মো. কাসেম সেরা রেইডার, ডিস্ট্রিক্ট কাবাডি চ্যাম্পিয়নশিপে রানারআপ খুলনা

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৬০ বার


খুলনা প্রতিনিধি :
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত কাবাডি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগীয় চ্যাম্পিয়ন জেলা দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে মৌলভীবাজার জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে খুলনা জেলা দল রানারআপ হয়।
পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ ক্রীড়াশৈলী, ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বগুণের জন্য খুলনা জেলা দলের অধিনায়ক, দিঘলিয়ার সন্তান ‘খুলনার কিং’ খ্যাত মো. কাসেম সেরা রেইডার হিসেবে নির্বাচিত হন। তার আক্রমণাত্মক রেইড ও কৌশলী খেলা দর্শক ও ক্রীড়ামোদীদের দৃষ্টি কাড়ে।
খুলনা জেলা দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন খেলোয়াড় মো. কাসেম, ইকবাল, আশরাফুল, সুমন, শুভ, জাহিদ, রাবু, রনি, আসিব, নাছির ও সোহেল। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাহআলম এবং সহকারী কোচ ছিলেন মো. আ. সালাম। তাদের দক্ষ দিকনির্দেশনায় খুলনা দল পুরো আসরে প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেয়।
এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবং তৃণমূল পর্যায়ে কাবাডি খেলাকে আরও এগিয়ে নিতে দিঘলিয়া উপজেলা প্রশাসন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। খুলনা জেলা দলের এই অর্জনে অনুপ্রাণিত হয়ে দিঘলিয়ার এম. এ. মজিদ কলেজ মাঠে একটি আধুনিক ইনডোর কাবাডি স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ ভবিষ্যতে দক্ষ কাবাডি খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্রীড়াঙ্গনে খুলনা জেলার এই সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!