নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির প্রথম দিন আজ শনিবার শেষ হয়েছে। এ দিন শুনানি শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।
শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ৭০টি আপিলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন আবেদনটি মঞ্জুর করলে তাঁর প্রার্থিতা বাতিল হয়। এ ছাড়া একই দিনে আরও ১৫টি আপিল নামঞ্জুর হওয়ায় মোট ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আসে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে একদিনেই ১৭৬টি আবেদন জমা পড়ে।
শনিবার থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ২৮০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কুড়িগ্রাম
ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রথম দিনের আপিল শুনানি শেষে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৮০ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
6 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
6 hours আগে

Leave a Reply