ঢাকা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্ব বাড়লেও দেশের গুরুত্বপূর্ণ রাজধানী ঢাকার সব আসনে সেই অংশগ্রহণ সমানভাবে দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে মোট ১০৮ জন নারী সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একজন নারী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার/বাতিল হওয়ায় বর্তমানে মোট নারী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।
তথ্য যাচাই করে দেখা গেছে, ঢাকার মোট ২০টি সংসদীয় আসনের মধ্যে ঢাকা-২, ঢাকা-৪, ঢাকা-৬, ঢাকা-১৫ ও ঢাকা-১৬—এই পাঁচটি আসনে কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কোনো নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ফলে এসব আসনে নারীদের অংশগ্রহণ একেবারেই অনুপস্থিত থাকছে।
তবে ঢাকার অন্যান্য আসনে নারীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ঢাকা-১ আসনে সাবেক মন্ত্রী নাজমুল হুদার কন্যা অন্তরা সেলিম হুদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ঢাকা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পারুল মোল্লা। ঢাকা-৭ আসনে জেএসডির শাহান সেলিম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সীমা দত্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে রয়েছেন মেঘনা আলম।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং গণফোরামের প্রার্থী নাজমা আক্তার নির্বাচনে অংশ নিচ্ছেন। ঢাকা-১০ আসনে জাতীয় পার্টির প্রার্থী বহ্নি ব্যাপারি ও এবি পার্টির নাসরীন সুলতানা প্রার্থী হয়েছেন। ঢাকা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কোহিনূর আক্তার বিথী। ঢাকা-১২ আসনে তিনজন নারী প্রার্থী রয়েছেন—ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সালমা আক্তার, গণসংহতি আন্দোলনের তাসলিমা আখতার এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা মজিদ।
এ ছাড়া ঢাকা-১৩ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ফাতেমা আক্তার মুনিয়া, ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৭ আসনে এবি পার্টির ফারাহ নাজ সাত্তার এবং ঢাকা-১৮ আসনে এনপিপির প্রার্থী সাবিনা জাবেদ ও গণসংহতি আন্দোলনের বিলকিস নাসিমা রহমান নির্বাচন করছেন। ঢাকা-১৯ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলশানা পারুল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সার্বিকভাবে নারী প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হলেও রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে নারীদের অনুপস্থিতি রাজনৈতিক দলগুলোর নারী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এখনও ঘাটতিরই প্রতিফলন। তাঁরা মনে করছেন, ভবিষ্যতে টেকসই গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বার্থে দলগুলোর আরও সক্রিয়ভাবে নারী প্রার্থী মনোনয়নের দিকে নজর দেওয়া প্রয়োজন।
জাতীয়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০৭ নারী প্রার্থী, ঢাকার ৫ আসনে নেই কোনো নারী প্রতিদ্বন্দ্বী
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৪৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply