হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুড়িগ্রাম-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ২০০১ বার


চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম-৪ (আসন-২৮) সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই শেষে তিনি কুড়িগ্রাম-৪ আসনে দাখিলকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ সময় মনোনয়ন দাখিলকারী ৮ জন প্রার্থী, যাচাই-বাছাই কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই চলাকালে বিভিন্ন দলের প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-৪ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ আসনটি রৌমারী, চিলমারী ও রাজিবপুর—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আলাউদ্দিন আহমেদ। অপরদিকে স্বতন্ত্র (জাতীয় পার্টির বিদ্রোহী) একজন প্রার্থী চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সবুজ কুমার বসাকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৪ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টির বিদ্রোহী) মো. রুকুনুজ্জামান, বিএনপির মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদের শেখ মো. আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী) রাজু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোছা. শেফালী খাতুন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে ৮ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলো।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!