হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন চাই

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৫২ বার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন চাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন চাই

মনজুরুল ইসলাম মাসান টিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন দেশের রাজনীতি ও জনগণের জীবনের জন্য এক কঠিন পরীক্ষার মুহূর্ত। ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, কিছু এলাকায় গুপ্তহত্যা, অশান্তি ও মাদকপাচারও নজরে আসছে। এমন পরিস্থিতিতে আমরা শুধুই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই, যা দেশের গণতন্ত্রকে দৃঢ় করবে।

প্রথমেই নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। সীমান্তবর্তী এলাকা, শহর ও গ্রামে মাদকচক্র, কিশোর গ্যাং এবং রাজনৈতিক হিংসা—সবই ভোটকে বিপজ্জনক করে তুলতে পারে। বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে। নির্বাচনকালীন সময়ে কোনও পক্ষ যাতে ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে না পারে, তা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।

দ্বিতীয়ত, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ভোটার তালিকা, প্রার্থী মনোনয়ন, ইভিএম বা ব্যালট ব্যবস্থায় পক্ষপাতিত্বের কোনো সুযোগ থাকা চলবে না। রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতা হলেও দেশের সংবিধান ও আইন অবশ্যই অক্ষুণ্ণ রাখতে হবে। অতীত অভিজ্ঞতা বলছে, যেখানে প্রশাসনিক তৎপরতা কম থাকে, সেখানে অবাধ ও সুষ্ঠু ভোট হারিয়ে যায়।

তৃতীয়ত, তথ্য ও জনমত নিয়ন্ত্রণ জরুরি। সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ভুল তথ্য, গুজব ও উসকানিমূলক প্রচারণা ভোট প্রক্রিয়াকে বিপথগামী করতে পারে। নির্বাচনকে রাজনৈতিক ক্ষমতার লড়াই হিসেবে নয়, দেশের অগ্রগতির অংশ হিসেবে দেখতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন—যদি আইনশৃঙ্খলা, প্রশাসন ও রাজনৈতিক দায়বদ্ধতা যথাযথভাবে না থাকে, তবে নির্বাচনকে ঘিরে সহিংসতা, দমননীতি ও ভোটারদের ভয় দেখানোর ঘটনা ঘটতে পারে। বিশেষ করে মাদক ও অর্থের যোগান নির্বাচনে প্রভাব বিস্তার করতে ব্যবহৃত হতে পারে। এটি শুধু ভোটের স্বচ্ছতা নয়, বরং দেশের সামাজিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভিত্তিকেও বড় হুমকি।

সবশেষে, আমরা চাই এমন নির্বাচন যেখানে দেশের মানুষ নিজের ইচ্ছামত ভোট দিতে পারবে, ভয়মুক্ত থাকবে এবং নির্বাচন ফলাফল জনগণের আস্থা পুনঃস্থাপন করবে। যেকোনো ধরনের অবৈধ প্রভাব, ভয়ভীতি বা সহিংসতা—এসব যদি হয়, তা দেশের গণতন্ত্রকে নষ্ট করবে এবং দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই শুধুই ভোটগ্রহণ নয়; এটি দেশের গণতন্ত্রের পরীক্ষা। আইনশৃঙ্খলা, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে এই পরীক্ষা উত্তীর্ণ করার দায়িত্ব আছে। জনগণও সচেতন থাকুক—শান্তিপূর্ণ, স্বচ্ছ ও দায়িত্বশীল ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ সংরক্ষণ করতে হবে।

লেখক:সাংবাদিক,মহাকাল গবেষক,সমাজ সংস্কারক,আধ্যাতিক মহাগুরু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন চাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন চাই
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!