হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

তীব্র শীতে চিলমারীর হাট–বাজারে পুরাতন গরম কাপড়ে ভরসা শীতার্ত মানুষের

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৬৪ বার

আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কনকনে শীত আর শিরশির হিমেল হাওয়ায় বিপর্যস্ত চিলমারীর জনজীবন। টানা তীব্র শৈত্যপ্রবাহে শীত নিবারণের জন্য নতুন গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় উপজেলার থানাহাট বাজারসহ বিভিন্ন হাট–বাজারে পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন শীতার্ত ও অসহায় মানুষজন।
মঙ্গলবার সকালে থানাহাট বাজারে দেখা যায়, কম দামে পুরাতন সোয়েটার, জ্যাকেট, কম্বল ও শাল কিনে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন দিনমজুর, ভিক্ষুক ও নিম্ন আয়ের মানুষ। নতুন শীতবস্ত্র কেনার অর্থ না থাকায় এসব পুরাতন কাপড়ই তাদের একমাত্র ভরসা।
শান্তিনগরের বাসিন্দা জব্বার আলী বলেন, “এলাকায় এখনো কেউ কম্বল দেয় নাই। এই শীতে কষ্ট করে ভিক্ষা করে চলতে হচ্ছে।” তার সংসারে স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে।


রমনা রেলস্টেশন এলাকার দেলাবর অভিযোগ করে বলেন, “কয়েকদিন ধরে অফিসে ঘুরেছি, কিছুই পাইনি। স্ত্রীকে নিয়ে টিনের ঘরে থাকি। গরম কাপড় কেনার টাকাও নেই, এই ঠান্ডায় কাজও নেই।”
এমন অসহায় মানুষের আর্তনাদে এলাকার সচেতন মানুষও অসহায় বোধ করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১২ দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় চিলমারীতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষজন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!