খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১২টায় ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় এলাকার হতদরিদ্র, দুস্থ ও বাস্তুহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ডুমুরিয়া এলাকায় বসবাসকারী গৃহহীন পথশিশু ও দরিদ্র মানুষের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের জন্য অত্যন্ত উপকারী হবে।
কম্বল বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র যেন প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছে যায়—সে লক্ষ্যেই এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কিছুটা কম হলেও পর্যায়ক্রমে সকল শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের বড়বাবু মোহাম্মদ নাসিম উদ্দিন, ভূমি অফিসের নাজির কাম কম্পিউটার অপারেটর কিরণমালা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে।
কুড়িগ্রাম
ডুমুরিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৬৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
5 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
5 hours আগে

Leave a Reply