খুলনা প্রতিনিধি:
হাড়কাঁপানো শীতে শীতার্ত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসন। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবনের মাঝে গভীর রাতে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সাবিতা সরকার।
মঙ্গলবার গভীর রাতে ইউএনও মিজ সাবিতা সরকার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং সরাসরি তাদের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করেন। বিশেষ করে গ্রামাঞ্চলের হতদরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষ এই উদ্যোগে উপকৃত হয়েছেন।
কম্বল বিতরণ কার্যক্রমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, শিশু এবং এতিমদের অগ্রাধিকার দেওয়া হয়। শীতের রাতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এমন উপস্থিতি ও সহমর্মিতায় শীতার্ত মানুষদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়।
এ সময় ইউএনও মিজ সাবিতা সরকার বলেন, “শীত মৌসুমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষকে চিহ্নিত করে সম্মিলিতভাবে সহায়তা কার্যক্রম জোরদার করতে হবে। আশপাশে কোনো প্রকৃত শীতার্ত মানুষ থাকলে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানান।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা প্রশাসনের এমন সহমর্মী ও দায়িত্বশীল কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম
ডুমুরিয়ায় শীতার্তদের পাশে প্রশাসন: গভীর রাতে কম্বল নিয়ে দ্বারে দ্বারে ইউএনও
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৬৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
1 hour আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply