চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজায় সাগরপাড়ে অবস্থিত দৃষ্টিনন্দন ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ‘চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬’। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই উৎসবে দেশি-বিদেশি ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের চারা স্থান পেয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত এ ফুল উৎসবকে ঘিরে ইতোমধ্যেই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ডিসি পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি জানান, এবারের ফুল উৎসবে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপলাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার ট্রি। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে।
ফুল উৎসবের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, কাওয়ালি সন্ধ্যা ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে প্রচারণার জন্য একটি বিশেষ স্টল স্থাপন করা হয়েছে।
রংবেরঙের ক্যামেলিয়া, চন্দ্রমল্লিকা, হলিহক, স্নোবল, নাসর্টিয়াম, লিলিয়াম ও গেজানিয়াসহ নানা বিদেশি ফুলে সাজানো হয়েছে পুরো ডিসি পার্ক। ফুল দিয়ে তৈরি ট্রি হাউস, ট্রেন, বক, ময়ূরসহ বিভিন্ন নান্দনিক স্থাপনা দর্শনার্থীদের নজর কাড়ছে। ফুল ও জলাশয়ের সমন্বয়ে পার্কটি এখন একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে রূপ নিয়েছে, যেখানে প্রজাপতি, মৌমাছি, ফড়িং ও রঙিন মাছের উপস্থিতি বেড়েছে।
জেলা প্রশাসন জানায়, আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফুল উৎসব চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা এবং অনলাইনে টিকিট কেনার সুবিধাও রয়েছে। আয়োজকদের আশা, এবারের ফুল উৎসবে প্রায় ২০ লাখ দর্শনার্থীর সমাগম হবে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, “দেশের সবচেয়ে বড় এই ফুল উৎসবে এবার নতুন নতুন আয়োজন যুক্ত হওয়ায় দর্শনার্থীদের আগ্রহ আরও বেড়েছে।”
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “১৪০ প্রজাতির ফুলের সমারোহ ও বৈচিত্র্যময় আয়োজনের মাধ্যমে চট্টগ্রামবাসী এবছর একটি ব্যতিক্রমধর্মী ফুল উৎসব উপভোগ করতে পারবেন।”
উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবার ফৌজদার হাটস্থ ডিসি পার্কে ফুল মেলার সূচনা হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছরই নতুন নতুন আয়োজন ও ভিন্নতা যুক্ত করে দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানো হয়েছে। সাগরপাড়ের প্রাকৃতিক নান্দনিকতায় বিশাল এলাকা জুড়ে বাহারি ফুল, ফুলের চারা ও বিনোদনমূলক নানা ইভেন্টে প্রতিদিনই হাজার হাজার দর্শকের ভিড়ে সরগরম হয়ে উঠছে ডিসি পার্ক ফুল উৎসব।
কুড়িগ্রাম
ডিসি পার্কে ১৪০ প্রজাতির ফুলের সমারোহ, চট্টগ্রামে শুরু হলো চতুর্থতম মাসব্যাপী ফুল উৎসব
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৭ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply