টঙ্গী প্রতিনিধিঃ
টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবগঠিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে যুবদলের একাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মশাল ও ঝাড়ু মিছিল করেছে। কমিটি ঘোষণার একদিনের মধ্যেই এই বিক্ষোভ কর্মসূচি পালিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে শেখ সুমনকে সভাপতি এবং আজিজুর রহমান টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এরপর ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজলের অনুসারীরা নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ ও ‘অবৈধ’ আখ্যা দিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হাতে মশাল ও ঝাড়ু নিয়ে প্রতিবাদ মিছিল করেন।
মিছিলটি টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে শুরু হয়ে শফিউদ্দিন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা “অবৈধ কমিটি মানি না, মানবো না”, “পকেট কমিটি মানি না, মানবো না”, “রাজপথের সেলিম ভাই, আমরা তোমায় ভুলি নাই”—সহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা জানান, দলের ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের বাদ দিয়ে গোপনে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই অবিলম্বে নবগঠিত কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
এদিকে বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এ বিষয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কিংবা দলের কেন্দ্রীয় পর্যায় থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম
টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবগঠিত কমিটিকে অবৈধ আখ্যা, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মশাল–ঝাড়ু মিছিল
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৩৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply