হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

জুবায়ের রহমান চৌধুরী দেশটির ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৫৬ বার

নিজস্ব প্রতিনিধিঃ
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৪)। প্রজ্ঞাপনের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, যদিও প্রজ্ঞাপনের তারিখ মঙ্গলবার, এটি প্রকাশিত হয়েছে বুধবার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে। এটি দেশের বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!