ডেস্ক রিপোর্ট:
বিএনপির ভারপ্রাজাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন।
এর আগে শুক্রবার বিকেলে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে অগণিত মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ভিড় জমাতে দেখা যায়। এ সময় তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জনসমাগম ও সড়কের ভিড়ের কারণে ধীরগতিতে অগ্রসর হয়ে প্রায় ছয় ঘণ্টা পর তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের নজিরবিহীন সমাগম ঘটে। ঐতিহাসিক এই জনসমাবেশে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জাতীয়
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭৫৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply