হোম / রাজনীতি
রাজনীতি

ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬৪৪ বার


ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। এর আগে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের আয়োজিত সদস্য সম্মেলনে সদস্যদের সরাসরি ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন।
বিকেলে ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের আদর্শিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ জোরদার করা হবে।
নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল দায়িত্ব গ্রহণের পর সংগঠনের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!