আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)–এর উদ্যোগে বন্যাকবলিত ও দুঃস্থ প্রতিবন্ধী নারীদের মাঝে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নয়ারহাট ও চিলমারী ইউনিয়নের ৩০০ জন অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী নারীর মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
ক্যাশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফএডির নির্বাহী প্রধান সায়িদা ফেরদৌসী, প্রকল্প সমন্বয়কারী রোজিনা আকতার এবং সহযোগী প্রতিষ্ঠান সিডিডিএফ-এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান।
বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এএফএডি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপকারভোগী নারীরা এ সহায়তা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন।
কুড়িগ্রাম
চিলমারীতে এএফএডির উদ্যোগে বন্যাকবলিত অসহায় প্রতিবন্ধী নারীদের মাঝে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭০৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
8 minutes আগে
ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ব্লক তুলে রাস্তা নির্মাণের অভিযোগ, বর্ষার আগেই ধসের আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী
16 minutes আগে

Leave a Reply