চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে পৃথক দুই স্থানে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে নগরের বন্দর থানা এলাকা ও জেলার হাটহাজারী উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।
নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় নিহত যুবকের নাম আজিয়ার রহমান। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। বন্দর থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, একই রাতে হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন কলাবাগান এলাকায় মাহবুবুল আলম (৩৫) নামে এক মাইক্রোবাসচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা। পেশায় মাইক্রোবাসচালক হলেও তিনি কলাবাগান এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে অটোরিকশাযোগে আসা তিন থেকে চারজন দুর্বৃত্তের সঙ্গে মাহবুবুল আলমের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাহবুবুল আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১১ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহকর্মীরা। এতে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ জানান, হত্যার কারণ ও জড়িতদের পরিচয় উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান, হাটহাজারী, ফটিকছড়ীসহ বিভিন্ন এলাকায় খুন ও সন্ত্রাসের ঘটনা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
অপরাধ
চট্টগ্রামে পৃথক ছুরিকাঘাতে দুই যুবক নিহতমাইক্রোবাসচালক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৮১ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
25 seconds আগে
শিক্ষক-শিক্ষক সংঘর্ষের প্রতিবাদে ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
10 hours আগে

Leave a Reply