খুলনা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই যুবকের নাম শরিফুল মোল্লা (পিতা: শাজাহান মোল্লা)। তিনি নড়াইল-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কান্ডারি বিশ্বাস জাহাঙ্গীর আলমের আপন খালাতো ভাইয়ের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে শরিফুল মোল্লা নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গাজীরহাটের উদ্দেশে রওনা দেন। পথে মেলজারের মোড় এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর চড়াও হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, হামলায় শরিফুল মারাত্মকভাবে আহত হন। একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে প্রভাবশালী একটি পক্ষের মদদে এই হামলা সংঘটিত হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবার বা স্বজনদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
ঘটনার পর গাজীরহাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় জানমালের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
অপরাধ
গাজীরহাটে বিএনপির এমপি প্রার্থীর ভাতিজার ওপর হামলা, খুলনা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৭ বার
বিজ্ঞাপন

Leave a Reply