গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় অভিযানটি সম্পন্ন হয়।
আটককৃত যুবকের নাম মো. রতন (৩৩)। তিনি মরকুন পশ্চিম পাড়ার মিরার বাড়ির ভাড়াটিয়া এবং লালমনিরহাট জেলার সদর থানার কোরামারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। পুলিশের ও স্থানীয় সূত্রের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে “MI911 AI U.S ARMY” লেখা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক তুহিন জানিয়েছেন, অস্ত্র রাখার তথ্য গোপন সূত্রে পাওয়ার পরই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্র থানায় রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
অপরাধ
গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৮৩২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
51 minutes আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
1 hour আগে

Leave a Reply