গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের নয়নীপাড়া ফাটপার এলাকার একটি রেলক্রসিংয়ের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারী হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নিহত দুই সন্তান তার সঙ্গে ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় পূবাইল রেলক্রসিং সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রাম
গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যু
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৪৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
4 hours আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
4 hours আগে

Leave a Reply