হোম / গাইবান্ধা
গাইবান্ধা

গাইবান্ধা থেকে ‘ভিক্টোরি অ্যাওয়ার্ড’ বিজয় সম্মাননা পেলেন সাংবাদিক শেখ হাবিবুর রহমান

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৬৮ বার


গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শেখ হাবিবুর রহমান ‘ভিক্টোরি অ্যাওয়ার্ড’ বিজয় সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (BMSS) ও বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ২৫ ডিসেম্বর ২০২৫ ইং বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এ সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠানে দেশের বিচারপতি, মিডিয়া নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিক শেখ হাবিবুর রহমানের দীর্ঘদিনের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে সাংবাদিক শেখ হাবিবুর রহমান মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা’ সম্মাননা স্মারক লাভ করেন। ধারাবাহিক এই স্বীকৃতিতে গাইবান্ধাসহ সাংবাদিক মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!