নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড় মারকাজুল কোরআন আল ইসলামি ক্বওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে গরীব ও অসহায় ছাত্রদের মাঝে আজ ২৪ ডিসেম্বর ৫০টি কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
মেজর আদিবা বেগমের অর্থায়নে আল ফালাহ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কুড়িগ্রাম প্রতিনিধি মুফতি শহিদুল ইসলাম, মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা ময়েন উদ্দিন, হাফেজ জাহিদ হাসান, শিক্ষক হারুন অর রশীদ, সাংবাদিক এম. সাইফুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিনিধিরা জানিয়েছেন, গরীব ও মেধাবী ছাত্রদের শিক্ষার প্রতি আগ্রহ ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, যা সমাজের শিক্ষার আলো ছড়িয়ে দেবে।
উক্ত অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার মানুষদের মধ্যে এক উজ্জ্বল উদাহরণ হিসেবে কাজ করবে, যেখানে শিক্ষা ও ধর্মীয় শিক্ষার আলো গরীব ছাত্রদের জীবন আলোকিত করবে।



Leave a Reply