হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

খুলনা-৪ সংসদীয় আসনে প্রার্থী যাচাই শেষ: বৈধ ৪, বাতিল ১

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ণ পড়া হয়েছে: ২০৯ বার


খুলনা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়ার আংশিক এলাকা) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর খুলনা-৪ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং আরেকজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
যাচাইয়ে অযোগ্য ঘোষিত প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।
এদিকে, যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম, বিএনপির এস কে আজিজুল বারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহমেদ সেখ এবং খেলাফত মজলিসের এস এম শাখাওয়াত হোসাইন।
নির্বাচনী তফসিল অনুযায়ী পরবর্তী সময়ে আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!