খুলনা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন।
খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা)
এই আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি), জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী (দাঁড়িপাল্লা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু সাঈদ (হাতপাখা), জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা), বিএনপির আমির এজাজ খান (ধানের শীষ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রবীর গোপাল রায় (রকেট), বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মণ্ডল (দোয়াত–কলম), স্বতন্ত্র অচিন্ত কুমার মণ্ডল (ঘোড়া), স্বতন্ত্র গোবিন্দ হালদার (কলস) এবং গণঅধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান (ট্রাক)।
খুলনা-২ (সদর–সোনাডাঙ্গা)
এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (দাঁড়িপাল্লা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ (হাতপাখা)।
খুলনা-৩ (খালিশপুর–দৌলতপুর–আড়ংঘাটা)
এখানে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল (হাতপাখা), বিএনপির রকিবুল ইসলাম (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র মো. মুরাদ খান লিটন (ঘুড়ি), স্বতন্ত্র মঈন মোহাম্মদ মায়াজ (ফুটবল), বাসদের জনার্দন দত্ত (মই), এনডিএম’র শেখ আরমান হোসেন (সিংহ), জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল), স্বতন্ত্র মো. আবুল হাসানত সিদ্দিক (জাহাজ) ও স্বতন্ত্র এস এম আরিফুর রহমান মিঠু (হরিণ)।
খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়া)
এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ শেখ (হাতপাখা), বিএনপির এস কে আজিজুল বারী (ধানের শীষ), খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন (দেয়ালঘড়ি) এবং স্বতন্ত্র এস এম আজমল হোসেন (ফুটবল)।
খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা)
এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার (দাঁড়িপাল্লা), বিএনপির মোহাম্মদ আলী আসগার (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার (কাস্তে) এবং জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন (লাঙ্গল)।
খুলনা-৬ (কয়রা–পাইকগাছা)
এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা), বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল ফকির (হাতপাখা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে) এবং জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল)।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে খুলনার ছয়টি আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার পথ সুগম হলো।
খুলনা
খুলনায় ৬ আসনে ৩৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৫ বার
বিজ্ঞাপন

Leave a Reply