হোম / জাতীয়
জাতীয়

খুলনায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের তৃতীয় দিন: খুলনা-৫ ও ৬ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, একটির সিদ্ধান্ত স্থগিত

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ২০০৪ বার


খুলনা প্রতিনিধিঃ
খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ ও খুলনা-৬ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করেন রিটার্নিং কর্মকর্তারা।
যাচাই-বাছাই শেষে এই দুই আসনে জাতীয় পার্টিসহ মোট তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি একটি মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
যাচাই-বাছাই শেষে খুলনা-৫ আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন বহাল রয়েছে জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।
অন্যদিকে খুলনা-৬ আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন টিকে রয়েছে বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।
মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম ঘিরে নির্বাচন কার্যালয় এলাকায় প্রার্থী, তাদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও তৎপরতা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা পরবর্তী আপিল ও নির্বাচনসংক্রান্ত কার্যক্রম নিয়ে অপেক্ষায় রয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!