হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

খুলনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জয়েন্ট পেট্রোল অভিযান শুরু

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০২:২১ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৯৬ বার


খুলনা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে খুলনায় জয়েন্ট পেট্রোল অভিযান শুরু হয়েছে। রোববার (আজ) বিকাল থেকে এ অভিযান কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে নগরীর শহীদ হাদিস পার্কে বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। পরে জয়েন্ট পেট্রোল কার্যক্রম শুরুর প্রাক্কালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হাই মোহাম্মাদ আনাছ।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতেই এ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় এ টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, কোথাও অবৈধ অস্ত্রের ঝনঝনানি কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে যৌথ বাহিনী দ্রুত সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অবৈধ অস্ত্রের তথ্য পাওয়া মাত্রই অভিযান চালিয়ে তা উদ্ধার করা হবে।
নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, খুলনার ছয়টি সংসদীয় আসনে বর্তমানে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রার্থীদের যেকোনো অভিযোগ তদন্তের জন্য জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে একটি বিশেষ আইনশৃঙ্খলা সেলও গঠন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে নগর ও জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!