হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা: কুড়িগ্রামে ৪ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৭৬৫০ পরীক্ষার্থী

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৪ বার
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা: কুড়িগ্রামে ৪ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৭৬৫০ পরীক্ষার্থী
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা: কুড়িগ্রামে ৪ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৭৬৫০ পরীক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য সারা দেশে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী। এসব বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭০১টি।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী, যা নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় সর্বাধিক। এই পরীক্ষার্থীদের জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৩টি উপ-কেন্দ্র মিলিয়ে মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকেন্দ্রভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা অনুযায়ী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪০০ জন, কুড়িগ্রামের টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজে ৬০০ জন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

ভর্তি পরীক্ষা নির্ধারিত দিনে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে।

২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো উত্তরাঞ্চলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। এতে কুড়িগ্রামসহ আশপাশের জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের দূরদূরান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার ভোগান্তি অনেকটাই কমেছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে সমন্বয় করছে। ইতিমধ্যে প্রশ্নপত্র প্রণয়ন, পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা, নজরদারি ও নিরাপত্তাসহ সব কার্যক্রম শেষ হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভিজিল্যান্স টিম মাঠে থাকবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা: কুড়িগ্রামে ৪ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৭৬৫০ পরীক্ষার্থী
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা: কুড়িগ্রামে ৪ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৭৬৫০ পরীক্ষার্থী
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!