আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ (আসন নং–২৮) আসনে দাখিলকৃত ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর উপজেলার প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট দলগুলোর নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও রাজীবপুর—এই তিন উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে চিলমারী উপজেলায় ১ লাখ ১২ হাজার ৬০০, রৌমারী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ৭৮৭ এবং রাজীবপুর উপজেলায় ৬৮ হাজার ৬৭৬ জন ভোটার রয়েছেন।
সর্বশেষ তথ্যানুযায়ী, এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমাদানের শেষ দিন (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—চিলমারী উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী মোঃ রুকুনুজ্জামান; রৌমারী উপজেলা থেকে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আজিজুর রহমান; বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মোস্তাফিজুর রহমান; ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান; জাতীয় পার্টির কে এম ফজলুল হক; বাসদ (মই) থেকে আব্দুল খালেক; বাংলাদেশ সুপ্রিম পার্টির মোছাঃ শেফালী বেগম এবং রাজীবপুর উপজেলা থেকে বাসদ (কেচি) প্রার্থী রাজু আহম্মেদ।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি সাবেক সংসদ সদস্য রুহুল আমিন এবং বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে স্থানীয়রা মনে করছেন।
কুড়িগ্রাম
কুড়িগ্রাম-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, উৎসবমুখর পরিবেশ
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৪১৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply