কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রামে সাড়ে ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এইচআর এন্ড এডমিন সাদ্দাম খানের সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জিসকার রংপুর রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সুকান্ত কুমার সেন, রিজিওনাল ম্যানেজরা শফিকুর রহমান সবুজ, এরিয়া ম্যানেজার রায়হান সরদার, মোস্তাফিজার রহমান মোস্তা প্রমুখ।
প্রতিবছর জিসকা কর্তৃক রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকার শীতার্ত মানুষের মাঝে সাদ্দাম খান এসব শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ এসব শীতবস্ত্র বিতরণ করা হলো।


Leave a Reply