কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনারুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখা। শুক্রবার ৯জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হইলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আরমান হোসেন ও সদস্য সচিব ইদ্রিস আলী আজ এই নির্দেশনা প্রদান করেন।
এরআগে শুক্রবার ৯জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তি সম্পন্ন ডিভাইসসহ বিএনপি নেতাসহ ১১জনকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের একটি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন মিনারুল ইসলাম। তিনি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী বলেন, মিনারুল ইসলাম অপকর্মের সাথে সম্পৃক্ত থেকে দলের আদর্শ এবং ভাবমূর্তি ভূলন্ঠিত করেছে। তার ব্যক্তিগত দায় দল নেবে না। আইন আইনের গতিতে চলবে। অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে এবং পুলিশ তাকে আটক করছে। এসব বিবেচনায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
অপরাধ
কুড়িগ্রামে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিএনপি নেতা বহিষ্কার
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১২৫ বার
বিজ্ঞাপন

Leave a Reply