হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
“স্বপ্ন দেখ,পথ তৈরি করো” এই শ্লোগানে দুই দিন ব্যাপি কুড়িগ্রাম গার্লস ড্রিম ফেয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের কুড়িগ্রাম জেলা অফিস চত্বরে রবিবার অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই খুদা।
সোমবার কুড়িগ্রাম সদর উপজেলাসহ রাজারহাট, উলিপুর, চিলমারী,চর রাজিবপুর ও রৌমারী উপজেলা থেকে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক কিশোরী-নারী শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে অনুপ্রেরণামূলক আলোচনা করেন নারী মিডিয়াকর্মী হিসেবে ঢাকাস্থ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব প্রোডাকশন ও ফ্যাসিলেটর, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের নায়লা পারভীন পিয়া। অনুষ্ঠানে শত বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতাকে জয় করে জীবনকে আরো সুন্দরভাবে রাঙিয়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারী তরুণীরা। পারিবারিক অস্বচ্ছতা, বাল্যবিয়ে ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের গল্প শোনান মেলায় আসা কিশোরীরা। সোমবার ফেয়ারের শেষ দিনে তরুণীদেরকে আত্মনির্ভরশীল হতে প্রশিক্ষণ প্রদান ও গার্লস ড্রিম ফেয়ায়ের সমাপ্তি ঘোষণা করা হয়।
দু’দিন ব্যাপী মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, মহিদেব যুব সমাজকল্যাণ সংস্থার ডেপুটি ডিরেক্টর মইনুল হক, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান প্রমুখ।
মেলায় প্রজেক্টের সাফল্য হিসেবে জানানো হয়, বিগত ২০২২ সাল থেকে ২০২৫সালের এপ্রিল পর্যন্ত-২০২টি বাল্যবিবাহ প্রতিরোধ করার পাশাপাশি জেলার ৬টি উপজেলায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে টিভেটে-২২৮জন, মেনটরশীপ প্রশিক্ষণে ৫৪৫জন, আইসিটি প্রশিক্ষণে ১৩৯জন, দ্রুত আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণে ১হাজার ৮৭৫জন অংশগ্রহন করে এবং তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়। #
কুড়িগ্রাম
কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২০৯৮ বার
কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা
বিজ্ঞাপন

Leave a Reply