হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে চরাঞ্চলের দরিদ্র মানুষ

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:২২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৫৫ বার


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামে তীব্র ঠাণ্ডা, হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। দিনের বেলায় কুয়াশা তুলনামূলক কম থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। সন্ধ্যা থেকে সকাল প্রায় ১০টা পর্যন্ত শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে কৃষক, দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শীতবস্ত্রের অভাবে অনেকেই কাজে বের হতে পারছেন না। শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম ১৬টি নদ-নদী বেষ্টিত এবং শতাধিক চর ও প্রত্যন্ত এলাকায় বিস্তৃত। দেশের অন্যতম দারিদ্র্যপীড়িত এই জেলার মানুষের জীবনযাত্রা শৈত্যপ্রবাহে আরও দুর্বিষহ হয়ে উঠেছে। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। একই সঙ্গে কুয়াশায় সড়ক ও নৌপথে চলাচল ব্যাহত হচ্ছে।
শীত নিবারণের জন্য অনেককে সড়কের পাশে খড়কুটো ও কাঠ জ্বালাতে দেখা গেছে। জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্রের চাহিদা দিন দিন বাড়ছে। তীব্র ঠান্ডা ও হিমেল হাওয়ায় সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে।
এদিকে শীতের প্রভাবে শীতবস্ত্র ও গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। পাশাপাশি শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন অনেক রোগী, যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।
শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে কৃষিখাতেও। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও প্রচণ্ড ঠান্ডার কারণে আলু, টমেটো, শসাসহ বিভিন্ন শীতকালীন সবজি ক্ষেতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র কৃষকরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!