ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নতুন সড়ক নির্মাণের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাতে বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সীমান্ত ও বিজিবি সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪-এর নিকটে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার তায়েজ উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। প্রায় ৩০ মিনিট স্থায়ী বৈঠকে উভয় দেশের ছয়জন করে সদস্য অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, খলিশাকোঠাল সীমান্তের মেইন পিলার ৯৩৪/১ এস থেকে ৯৩৪/১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের অভ্যন্তরে কোচবিহারের করলা এলাকায় একটি পুরাতন সড়ক রয়েছে। ওই সড়কটি বাংলাদেশ সীমান্ত থেকে স্থানভেদে ৫০ থেকে ১২০ গজ দূরে অবস্থিত। গত কয়েক দিন ধরে বিএসএফ সদস্যরা পুরাতন সড়কের গা ঘেঁষে পূর্ব দিকে নতুন করে আরও একটি পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত রেখার ১৫০ গজের ভেতরে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ থাকলেও বিএসএফ সদস্যরা রাতের আঁধারে কাজ চালিয়ে প্রায় পৌনে এক কিলোমিটার সড়ক নির্মাণ করেন বলে অভিযোগ রয়েছে।
খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান বলেন, “গত কয়েক দিন ধরে রাতের আঁধারে দ্রুতগতিতে সড়কের কাজ চলছিল। বিষয়টি বুঝতে পেরে বিজিবি টহল জোরদার করে এবং একাধিকবার কাজে বাধা দেয়। এরপরই পতাকা বৈঠকের আয়োজন করা হয়।”
এ বিষয়ে বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার তায়েজ উদ্দিন বলেন, “সীমান্তের অতি নিকটে আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ সড়ক নির্মাণের চেষ্টা করলে বিজিবি জোরালোভাবে বাধা দেয়। পতাকা বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে এবং সীমান্তে আমাদের কড়া নজরদারি অব্যাহত আছে।”
পতাকা বৈঠকের পর সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণে বিজিবির বাধা, উত্তেজনা
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১১৩৪ বার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণে বিজিবির বাধা, উত্তেজনা
বিজ্ঞাপন

Leave a Reply