হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আওয়ামী যুবলীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৭৭০ বার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আওয়ামী যুবলীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আওয়ামী যুবলীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিমকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

গ্রেফতারকৃত রেজাউল করিম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের পুত্র। তিনি পেশায় একজন প্রভাষক বলেও জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাগেশ্বরী উপজেলার বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নাগেশ্বরী থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে দেশবিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রাপ্ত গোপন তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত তথ্য উদঘাটিত হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!