হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৭ বার


গাজীপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক (মিলন)-এর পক্ষে জাসাসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
আজ বিকাল ৩টায় কালীগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌর জাসাসের আয়োজনে এবং কালীগঞ্জ উপজেলার নির্বাচনী কমিটির আহ্বায়ক পনির খন্দকারের নেতৃত্বে বক্তারপুর ইউনিয়নে এই প্রচারণা কার্যক্রম শুরু হয়। এ সময় নাওয়ানের মোড়, নয়াবাজার, মোল্লাবাড়ির মোড়, বক্তারপুর বাজার, মোহানী, ফুলদী বাজার, কলুন, আলাদীনের টেকসহ বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
প্রচারণাকালে বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। স্লোগানগুলোর মধ্যে ছিল—
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”,
“মিলন ভাই ভালো লোক, এবার ভোট তার পক্ষে হোক”,
“মা গো, আপনার একটি ভোটে মিলন ভাই যাবে জিতে”,
“গরিব-দুঃখীর মার্কা ধানের শীষ মার্কা”,
“১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন”,
“তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন”,
“ফজলুল হক মিলনে সালাম নিন, ধানের শীষে ভোট দিন”—সহ আরও বিভিন্ন স্লোগান।
ধানের শীষের পক্ষে বক্তারপুর ইউনিয়নের এই প্রচারণায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন (মিঠু), যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মৃধা, বাদল ফকির ও মো. শফিকুল ইসলাম, আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট তৌহিদ ইসলাম, আলামিন, সজিব মিয়া, নূর মিজান, শফিকুল ইসলাম ও সিরাজ। এছাড়াও কালীগঞ্জ পৌর জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক লিটন বাউলসহ উপজেলা ও পৌর জাসাসের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের পক্ষে এই প্রচারণা আগামী দিনে আরও বেগবান হবে এবং বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!