গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর লস্করচালা ও সিনাবহ এলাকায় পৃথকভাবে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সিনাবহ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইনের নেতৃত্বে এবং উত্তর লস্করচালা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত মাটি ভর্তি দুটি ড্রাম ট্রাক আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে নীতিমালা বহির্ভূতভাবে মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আর অবৈধভাবে মাটি কাটবে না—এ মর্মে মুচলিকা নেওয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ বিচারিক আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, “বুধবার গভীর রাতে একজন ব্যবসায়ীকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর মাটি কাটবে না—এমন অঙ্গীকারে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
অপরদিকে, ভ্রাম্যমাণ বিচারিক আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, এটি সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ। অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ
কালিয়াকৈরে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫১৩৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
2 hours আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
2 hours আগে

Leave a Reply