সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
“কার্ড দিয়ে কোনো যুবককে অলস বা বেকার বানাবো না। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মের হাত সম্প্রসারিত করব”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যুব সমাজকে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলেই তারা নিজেরাই কাজ করে খেতে পারবে। এতে করে দেশ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে। তিনি বলেন, “আমরা চাই যুবকরা হাত পেতে নয়, নিজের শ্রমে আত্মমর্যাদার সঙ্গে জীবন গড়ুক।”
তিনি আরও বলেন, সিরাজগঞ্জ একটি কৃষিপ্রধান এলাকা। এখানে ব্যাপকভাবে গবাদিপশু পালন করা হয়। পরিকল্পিতভাবে আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এখানকার দুধ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে ভূমিকা রাখবে—ইনশাল্লাহ।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সহ সিরাজগঞ্জ জেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
এ সময় সিরাজগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়। অপর একটি আসনে শাপলা এবং অন্য একটি আসনে রিকশা প্রতীক হস্তান্তর করা হয়।
জনসভায় বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। সমাবেশকে ঘিরে পুরো সিরাজগঞ্জ শহর উৎসবমুখর হয়ে ওঠে। দাঁড়িপাল্লা প্রতীকের মিছিলে শহরের অলিগলি মুখরিত হয়ে ওঠে।
কুড়িগ্রাম
কার্ড দিয়ে যুবকদের বেকার নয়, প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান গড়ব— ডা. শফিকুর রহমান
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply