রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম) এর নির্দেশনায় সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১:৫০ মিনিটে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপ ভ্যান থেকে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫টি স্যালাইনের প্যাকেট থাকায় মোট ৬৫০ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ২৫ হাজার টাকা।
অভিযান চলাকালীন পিকআপ চালক অনুপ দত্ত (৩১) গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কেয়াগড় এলাকার গকুল দত্তের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অজ্ঞাতনামা আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত অনুপ দত্ত ও পলাতক দুই আসামির বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-১০, তারিখ: ৩০/১২/২০২৫) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পার্বত্য এলাকায় মাদকের প্রসার রোধে যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম বিভাগ
কাউখালীতে যৌথ অভিযানে ৬৫০ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৬০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
7 minutes আগে
ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ব্লক তুলে রাস্তা নির্মাণের অভিযোগ, বর্ষার আগেই ধসের আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী
15 minutes আগে

Leave a Reply